বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের এমন কীর্তি নেই। সেই কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয়বারের মতো এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
এর আগে মিরপুরে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি (১৪৬ ও ১২৪) হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।
এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে করলেন হার না মানা ১২৫ রান।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।









































