Search
Close this search box.
Search
Close this search box.

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট প্রার্থী স্বপরিবারে নিহত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সান্তোসে বিমান দুর্ঘটনায় দেশটির আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী এদোয়ার্দো কাম্পোস স্বপরিবারে নিহত হয়েছেন বলে কাম্পোসের রাজনৈতিক দল ব্রাজিলের সোশ্যালিস্ট পার্টির একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

1407954085রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার শিকার বিমান ‘সেসনা ৫৬০এক্সএল’-এ কাম্পোসসহ মোট ১০ জন ছিলেন। এদের মধ্যে কম্পোসের স্ত্রী রেনাটা এবং পুত্র মিগুয়েলও ছিলেন।

chardike-ad

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, আরোহীদের সবাই মারা গেছেন।

স্থানীয় টেলিভিশন গ্লোবো নিউজও বলেছে, দুর্ঘটনায় কম্পোস নিহত হয়েছেন। তবে চ্যানেলটি কোন সূত্র থেকে সংবাদটি জেনেছে তা তারা বলেনি।

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী কাম্পোস ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশের সাবেক গভর্নর ছিলেন। সমপ্রতি নির্বাচনী এক জরিপে তিনি ১০ শতাংশ ভোটারের সমর্থন পান। তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সাবেক মিত্র ছিলেন।