শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ জুলাই ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার


 

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজে দলে ফিরেছেন শ্রীলঙ্কা টি-টুয়েন্টি দলের সাবেক অধিনায়ক দাশুন শানাকা। এছাড়া চামিকা করুনারত্নেকেও ফেরানো হয়েছে দলে। ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল।

১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সম্প্রতি টেস্ট থেকে অবসর নেওয়া অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। দলে নেই পেসার মাথিশা পাথিরানাও।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোতে হবে শেষ ম্যাচ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথা আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নেন্দো, দাসুন শানাকা, দুনিত ওয়েলেলেগে, ভানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফার্নেন্দো, ইশান মালিঙ্গা।