তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। শ্রীলংকার কাছে প্রথম ম্যাচ হারে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে টানা ছয় ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলে হারের বৃত্তও ভাঙ্গতে পারবে টাইগাররা।
বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। তিনি বলেন, ‘যখন একজন ব্যাটার ফর্মে থাকে এবং ৩০-৪০ রান করে তখন তার পরের লক্ষ্য হওয়া উচিত ৭০-৮০ রানের ইনিংস খেলা।
তিনি আরও বলেন, ‘শ্রীলংকার হয়ে ব্যাট হাতে ভাল করেছেন কুশল মেন্ডিস। ধারাবাহিকতা ধরে রেখে বড় ইনিংস খেলছেন তিনি। আমাদের বোলাররা তার কারনে সমস্যায় পড়েচে । আমাদের দলের জন্য একজন ব্যাটারের একই কাজ করা উচিত।’
প্রথম টি-টোয়েন্টি শুরুটা ভাল ছিল বাংলাদেশের। ইনফর্ম পারভেজ হোসেন ইমনের মারুমুখী ব্যাটিংয়ে ৫ ওভারেই ৪৬ রান পেয়েছিল টাইগাররা। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ২২ বলে ৩৮ রান করে আউট হন তিনি।
ইমন ফেরার পর দলের পরের দিকের ব্যাটাররা টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেনি। এতে ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩০। শেষ দিকে শামীম হোসেনের ৫ বলে ১৪ রানের ইনিংসে দেড়শ পার করে বাংলাদেশ। ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় টাইগাররা।
জবাবে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ২৮ বলে ৭৮ রানের সূচনা পায় শ্রীলংকা। শেষ পর্যন্ত মেন্ডিসের ৫ চার ও ১ ছক্কায় সাজানো ৫১ বলে ৭৩ রানের সুবাদে ১ ওভার বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা। ১৬ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নিশাঙ্কা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ঊরুর ইনজুরিতে প্রথম ম্যাচে খেলেননি জাকের আলি। যদি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান তাহলে একাদশে ফিরবেন জাকের। এছাড়াও একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাদ পড়া পেসার মুস্তাফিজুর রহমান।






































