Search
Close this search box.
Search
Close this search box.

দর্শকসংখ্যায় ১.৭ কোটি ছাড়ালো ‘দ্য অ্যাডমিরাল’

ষোড়শ শতকের একজন কোরিয়ান নাবিকের জাপান নৌবাহিনীর বিরুদ্ধে জয়লাভের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য অ্যাডমিরালঃ রোরিং কারেন্টস’ কোরিয়াতে দর্শকপ্রিয়তার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বুধবার পর্যন্ত মুভিটি হলে গিয়ে দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বার যা কোরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে নজিরবিহীন। সিজে এন্টারটেইনমেন্ট পরিবেশিত ছবিটি মুক্তির ৩৬ দিনের মাথায় এ মাইলফলক স্পর্শ করলো। একইসাথে প্রথম কোরিয়ান মুভি হিসেবে এটি এ পর্যন্ত ১০ কোটি ইউএস ডলার আয় করেছে।

rsz_1140624-001_1406240325425

chardike-ad

এর আগে কোরিয়ার সর্বাধিক দর্শন হওয়া মুভি ছিল হলিউড ব্লকবাস্টার ‘অ্যাভাটার’। এটির হল রেকর্ড ছিল ১ কোটি ৩০ লক্ষ ৬ হাজার ২০০। গত ১৫ই আগস্ট অ্যাভাটারের রেকর্ড ভাঙে দ্য অ্যাডমিরাল।

কোরিয়ার জসন সাম্রাজ্যের (১৩৯২-১৯১০) সময়কালে ১৫৯৭ সালের মিয়ংইয়ং যুদ্ধ নিয়ে নির্মিত ছবিটিতে ই সুন-শিন নামের একজন অ্যাডমিরালের বিজয়ের গল্প তুলে ধরা হয়েছে। ওই যুদ্ধে ই সুন ১২টি জাহাজ নিয়ে জাপানের ৩০০ যুদ্ধজাহাজ ধ্বংস করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। অ্যাডমিরাল চরিত্রে অভিনয় করেছেন ৫২ বছর বয়সী জনপ্রিয় কোরিয়ান অভিনেতা ছয়ে মিন সিক।