বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শেয়ার

এসএ টি-টোয়েন্টির নিলামে সাকিব-মুস্তাফিজসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার


shakib-mustafizআগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৭৮২ ক্রিকেটার, তবে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৫৪১ জন। এর মধ্যে আছেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার। আয়োজকরা ইতোমধ্যে নিশ্চিত করেছেন দুজনের নাম—সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

শুরুতে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নিলামের জন্য নাম দিয়েছিলেন, তবে বাদ পড়েছেন ৯ জন। চূড়ান্ত তালিকায় আছেন—মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।

ইংল্যান্ডের ৯৬ জন ক্রিকেটারও রয়েছেন নিলামে, যার মধ্যে আছেন জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলস ও টম অ্যাবেল। প্রায় ১১ বছর পর অ্যান্ডারসন টি-টোয়েন্টি ব্লাস্ট ও হান্ড্রেড খেলে আবারও সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরেছেন।

অস্ট্রেলিয়া থেকে মাত্র দুজন ক্রিকেটার থাকছেন—ডার্সি শর্ট ও পিটার হ্যাটজোগলু। বিগ ব্যাশ লিগের সময়সূচির কারণে তাদের বেশিরভাগ অংশ নিচ্ছেন না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলঙ্কার ২৪ জন এবং নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন দীপেন্দ্র সিং আইরি।

দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটারও আছেন তালিকায়, যার মধ্যে আছেন নরকিয়া, ডি কক, কেশব মহারাজ, শামসি ও কোয়েতজি। নজর থাকবে এইডেন মার্করামের ওপর, যিনি সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন করেননি।

মোট ২৪১ জন বিদেশি ক্রিকেটার নিলামে সুযোগ পেয়েছেন, যেখানে মাত্র ২৫টি বিদেশি স্থান খালি। প্রিটোরিয়া ক্যাপিটালস যাচ্ছে সবচেয়ে বড় বাজেট নিয়ে—৩২.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার)। অন্যদিকে সবচেয়ে কম বাজেট এমআই কেপ টাউনের—১১.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার)।

প্রতিটি দলে সর্বোচ্চ ১৯ জন খেলোয়াড় থাকতে পারবেন, যার মধ্যে কমপক্ষে দুইজন হতে হবে অনূর্ধ্ব–২৩ ক্রিকেটার।