Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ান সেনাদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে

korean-armyসেনা প্রশিক্ষণার্থীদের অবস্থার উন্নয়নের লক্ষ্যে কোরিয়া সরকার সেনা সদস্যদের মাসিক বেতন ১৫ শতাংশ করে বৃদ্ধির চিন্তা করছে। একইসাথে সেনা শিবিরগুলোতে খাবারের খরচও ৫ শতাংশ করে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রনালয়ের বিবৃতিতে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবনা অনুসারে একজন কর্পোরালের বেতন বর্তমানের ১ লক্ষ ৩৫ হাজার উওন থেকে বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৫৫ হাজার উওন পর্যন্ত হতে পারে। এছাড়া জেনারেল আউটস্পট (জিওপি) ইউনিটগুলোর সদস্যদের জন্য নতুন বুলেটপ্রুফ বর্ম, অতিরিক্ত জিমনেশিয়াম ও বাস্কেটবল কোর্ট নির্মাণের চিন্তাভাবনা চলছে।

chardike-ad

সেনাসদস্যের সামগ্রিক কল্যাণে আগামী অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্ধ চলতি বছরের তুলনায় ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ৬শ কোটি উওন করার প্রস্তাব রাখা হয়েছে।