প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। সেই লক্ষ্যে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কা। সিদ্ধান্তের বিষয়ে বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, নতুন পিচের মতো দেখাচ্ছে তাই আমরা আগে বোলিং করতে চাই।
আজ জিততে পারলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সে লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে চোটের কারণে সর্বশেষ সিরিজে না খেলা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে একাদশে ফিরিয়েছে লঙ্কানরা।
বাংলাদেশের একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলামও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্তে চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।








































