Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক ঘাঁটি তৈরি করবেন ওবামা

Barack-Obama

প্রশান্ত মহাসাগরের উপর বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক ঘাঁটি তৈরি করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। জলবায়ুর পরিবর্তনের হাত থেকে সামুদ্রিক জীবনকে বাঁচাতেই তৈরি হচ্ছে এই ঘাঁটি, খবর হোয়াইট হাউস সূত্রে।

chardike-ad

বৃহস্পতিবার দক্ষিণ-মধ্য প্রশান্ত মহাসাগরের এলাকাকে সংরক্ষিত ঘোষণাপত্রে সই করবেন ওবামা। দায়িত্বপ্রাপ্ত নৌসেনা ওই এলাকায় বাণিজ্যিক মাছ ধরার উপর কঠোর নিয়ন্ত্রণ জারি করবে। পাশাপাশি পরিকাঠামোগত যেটুকু উন্নয়ন না করলেই নয়, সেটুকুই হবে ওই সংরক্ষিত এলাকায়। মার্কিন প্রশাসন সূত্রে খবর,  গবেষণায় দেখা গিয়েছে বিশাল সামুদ্রিক আশ্রয়স্থল তৈরি করে জীবজগতের বৈচিত্র্যকে ফিরিয়ে আনা সম্ভব। যার ফলে উপকৃত হবে গোটা পরিবেশ।

প্রশান্ত মহাসাগরের ওপর বেশ কিছু অঞ্চলই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত দেশগুলির ক্রমাগত কার্বন নিঃসরণের ফলে সমুদ্রের পানিতে আম্লিক ভাব বাড়ছে। ফলে নষ্ট হচ্ছে প্রবাল ও অন্যান্য সামুদ্রিক জৈব পদার্থ। মার্কিন প্রশাসন সূত্রে ঘোষণা করা হয়েছে, আগামীদিনে সংরক্ষিত এলাকার পরিধি বাড়ানো হবে প্রায় ছয়গুণ। – ওয়েবসাইট।