মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২১ নভেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন করলেন বুবলী


bubli-birthday

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এবার জন্মদিনকে বেছে নিলেন ব্যতিক্রমী মানবিকতার এক উপলক্ষ হিসেবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা আর আয়োজন থেকে দূরে সরে তিনি সময় কাটালেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ বাবা–মায়েদের সঙ্গে।

জন্মদিন মানেই সাধারণত পরিবার-ভক্তদের ভালোবাসায় ভাসা, কেক কাটার উৎসব, আনন্দমুখর মুহূর্ত—কিন্তু বুবলী চাইছিলেন ভিন্ন কিছু। তাই নিজের আনন্দকে ভাগ করে নিলেন এমন মানুষের সঙ্গে, যারা প্রিয়জনের স্নেহ থেকে অনেকটাই দূরে। বৃদ্ধাশ্রমে সময় কাটিয়ে, কথা বলে, কেক কেটে এবং খাবার পরিবেশন করে বিশেষ এই দিনটিকে অর্থবহ করে তুললেন তিনি। শুধু তাই নয়—সেখানে থাকা প্রতিটি প্রবীণ নাগরিকের জন্য ব্যক্তিগত উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে অনুভূতি জানিয়ে বুবলী বলেন, “জন্মদিনের আগে দেশ–বিদেশের অসংখ্য মানুষ শুভেচ্ছা জানান। সবকিছু মন ছুঁয়ে যায়। তাই এবার নিজেকে শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ রাখতে চাইনি। কিছু ভিন্ন ও অর্থবহ করতে চেয়েছি।”

এদিকে বুবলী এখন ব্যস্ত সময় পার করছেন পরপর কয়েকটি সিনেমার কাজে। নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’—এই তিন ছবির শুটিংয়ে যুক্ত আছেন তিনি।

মানবিক উদ্যোগে জন্মদিন উদযাপন করে বুবলী শুধু নিজের জন্যই নয়, সমাজের অবহেলিত মানুষদের জন্যও রেখে গেলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।