মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে খাঁচায় ফেরানো হয়েছে


lion

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে অবশেষে নিরাপদে আবার খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রানকুইলাইজার গান দিয়ে অচেতন করার প্রায় এক ঘণ্টা পর সিংহটিকে পুনরায় খাঁচায় নেওয়া হয়।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে আসে। তবে এটি খাঁচার আশপাশের নির্দিষ্ট সীমানা ছাড়ায়নি।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, ‘বিকাল সাড়ে ৪টা থেকে পাঁচটার মধ্যে সিংহটি বাইরে আসে। তবে দর্শনার্থীদের দ্রুত সরে যেতে বলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সিংহ উত্তেজিত হয়নি।’

তিনি আরও জানান, সিংহকে শান্ত রাখতে গরুর মাংস দেওয়া হয়। পরে এনেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করলে প্রাণীটি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে।

সিংহটি কীভাবে বের হলো—এ প্রশ্নে পরিচালক বলেন, খাঁচার দরজায় সঠিকভাবে তালা না লাগানোই প্রধান কারণ হতে পারে। গ্রিলে কোনো ভাঙচুরের চিহ্ন নেই। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে দ্রুতই একটি কমিটি গঠন করা হবে।