
দিনব্যাপী আন্দোলন, শিক্ষকদের চেম্বারে তালা ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
এ বিষয়ে তিনি জানান, আমরা শিক্ষার্থী ও ডিনদের সাথে আলোচনা করেছি। সেখানে ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এই বিষয়ে সোমবার (২২ ডিসেম্বর) হয়তোবা উপাচার্য একটা সিদ্ধান্ত জানাবেন।
পদত্যাগ করা ছয় ডিন হলেন আইন অনুষদের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এএইচএম সেলিম রেজা।
এর আগে আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। দুপুরে প্রশাসন ভবনসহ ডিনদের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় একদল শিক্ষার্থী। ফলে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনের বেশির ভাগ দপ্তর অচল হয়ে পড়ে। এ সময় সহ-উপাচার্য ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডাও হয়।
আন্দোলনকারীরা জানায়, ডিনদের মেয়াদ শেষ হলেও তাদের দায়িত্বে বহাল রাখায় তারা ক্ষুব্ধ। আন্দোলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ডিনদের দায়িত্বে থাকতে নির্দেশ দেন উপাচার্য।






































