Search
Close this search box.
Search
Close this search box.

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়ার নতুন অস্থায়ী প্রতিনিধি মালয়েশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আগামী দুই বছরের জন্য পাঁচটি দেশকে নির্বাচিত করা হয়েছে। দেশগুলো হচ্ছে অ্যাঙ্গোলা (আফ্রিকা অঞ্চল), মালয়েশিয়া (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল), ভেনেজুয়েলা (ল্যাটিন অ্যামেরিকা অঞ্চল), নিউজিল্যান্ড এবং স্পেন (পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য অঞ্চল)। নির্বাচিত দেশসমূহ আগামী ১লা জানুয়ারি ২০১৫ থেকে পরিষদের সদস্যপদ গ্রহণ করবে এবং ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

un_security_council_non_permanent_member_election
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন একজন কর্মকর্তা। ছবিঃ মার্ক গার্টেন/জাতিসংঘ

উল্লেখিত পদসমূহে চলতি বছরের শেষ পর্যন্ত অস্থায়ীভাবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দ্বিবার্ষিক দায়িত্ব পালন করছে যথাক্রমে রুয়ান্ডা, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গ। পূর্ব ইউরোপীয় অঞ্চলের দেশ হিসেবে লিথুয়ানিয়া আরও এক বছর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবে।

chardike-ad

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী প্রতিনিধি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। [ইউএন নিউজ সেন্টার]