Search
Close this search box.
Search
Close this search box.

বাইসাইকেলের কাছে ফেরারির হার!

Cycle-Beats-Ferrari

বিশ্বের অন্যতম দ্রুততম গাড়ি ফেরারি গতির দৌড়ে হার মানল বাইসাইকেলের কাছে।

chardike-ad

বিশ্বাস করুন আর নাই করুন, সম্প্রতি ফ্রান্সে বাইসাইকেল বনাম ফেরারি রেসে এমন ঘটনাই ঘটেছে।

শুধু তাই নয়, সাইকেলটির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ৩৩১ কি.মি./ঘণ্টা।

বুঝতে পারছেন এটি সাধারণ কোনো বাইসাইকেল নয়। আর্নল্ড নিয়ারচার নামের এক ব্যক্তি রকেটইঞ্জিন চালিত এই সাইকেলটি তৈরি করেছেন। এতে জ্বালানি হিসেবে হাইড্রোজেন পার অক্সাইড এবং কম্প্রেসড গ্যাস ব্যবহার করা হয়।

গত ৭ সেপ্টেম্বর সাইকেলটি এক রেসে ফেরারি এফ৪৩০ স্কুডেরিয়াকে পরাজিত করেছে। ওই দিন মাত্র ৪ দশমিক ৩ সেকেন্ডে সাইকেলটি ৩৩১ কি.মি/ঘণ্টা গতি অর্জন করতে সক্ষম হয়। ফ্রান্সিস গিসি নামের এক ব্যক্তি ওই সময় সাইকেলটি চালান।

সাইকেলটির নির্মাতা এটিকে আরও দ্রুততর করার চেষ্টা চালাচ্ছেন। আশা করা হচ্ছে, আগামী বছরেই সাইকেলটি গতির নতুন রেকর্ড গড়বে।

বাইসাইকেল বনাম ফেরারির রেসের ভিভিও