Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি’র সাথে সুসম্পর্ক চান কোরিয়ান প্রেসিডেন্ট

korea soudiসৌদি’র সাথে সুসম্পর্ক চান কোরিয়ান প্রেসিডেন্ট পার্ক গুন হে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে  সম্মেলনে যোগ দিতে আসা  সৌদিআরবের যুবরাজ সালমান বিন আব্দুলাজিজ আল সাউদের সাথে তিনি এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় উভয় নেতৃবৃন্দ দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরও বেশি গতিশীল করার বিষয়ে একমত হন।

সৌদিআরবের তেল শিল্পে নিজেদেরকে অন্যতম সেরা অংশীদার দাবি করে পার্ক বলেন, “ কোরিয়া, সৌদি’র তেল ভিত্তিক অর্থনীতিকে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান ও তথ্য প্রযুক্তিতে উন্নতি করতে চায়”। তিনি দুই দেশের স্বাস্থ্য, প্রতিরক্ষা, অর্থনীতি, মানব সম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মত ক্ষেত্রেও দ্বিপাক্ষীয় সহযোগিতার উপর জোর দেন।

chardike-ad

এ সময় সৌদি যুবরাজও দুই দেশের সম্পর্ককে স্থায়ী ও মজবুত বলে উল্লেখ করেন। বৈঠক শেষে জানা যায়, সম্পর্কের এই নতুন দিক উন্মোচনের লক্ষে আগামী বছর প্রেসিডেন্ট পার্ক গুন হে জি-২০মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন।