Search
Close this search box.
Search
Close this search box.

মাদাগাস্কারে প্লেগে ৪০ জনের মৃত্যু

madagaskarমাদাগাস্কারে প্লেগের সাম্প্রতিক প্রাদুর্ভাবে ৪০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে শুক্রবার এক খবরে বিবিসি জানিয়েছে, দেশটিতে আরও ৮০ জন প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন।

chardike-ad

দ্বীপ রাষ্ট্রটিতে প্লেগের জীবাণু বহনকারী এক ধরনের মাছি কীটনাশক প্রতিরোধী হয়ে উঠায় এ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা করছে সংস্থাটি।

বিশেষ করে ঘনবসতির কারণে দেশটির রাজধানী আন্তানানারিভোতে প্লেগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।

এ পর্যন্ত আন্তানানারিভোতে একজনের মৃত্যুসহ দুজন ব্যক্তি প্লেগ আক্রান্তের খবরে পাওয়া গেছে।

গত আগস্টেই রাজধানীর ২০০ কি.মি দক্ষিণে অবস্থিত একটি গ্রামে প্রথম প্লেগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

তবে প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এ রোগ সারিয়ে তোলা যায়।

মাদাগাস্কারে আক্রান্তের মধ্যে ২ শতাংশ সবচেয়ে ভয়াবহ নিউমোনিয়াসহ প্লেগে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ রোগের জীবাণু আক্রান্ত ব্যক্তির কফের মাধ্যেমে ছড়িয়ে পড়ে।

তাই অবস্থা মোকাবেলায় একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর স্বাস্থ্যবিশেষজ্ঞরা মাদাগাস্কারে প্লেগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।