Search
Close this search box.
Search
Close this search box.

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় নিহত ৩৫

kano-Masque

নাইজেরিয়ার কানো শহরের প্রধান মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

chardike-ad

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ২ জন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালায়। বোমা হামলা থেকে বাঁচতে যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাদের দিকে গুলি চালায় বন্দুকধারীরা।

দেশটির পুলিশের ধারণা, এই বোমা হামলার সঙ্গে বোকো হারাম জঙ্গিরাই জড়িত থাকতে পারে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেশকিছু মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা জানি না কি ঘটেছিল। প্রথমে বিস্ফোরণের শব্দ শুনেছি আর তারপর বন্দুকের গুলির আওয়াজ।

হামলার সময় ঐ মসজিদে থাকা সাংবাদিক মোহাম্মাদ বেলো বলেন, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করেছিল। তাদেরকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হলে প্রথম বোমার বিস্ফোরণ ঘটে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

অপরদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি মসজিদ ও স্থানীয় বাজারে পেতে রাখা ৬টি বোমা নিষ্ক্রিয় করে আরও হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।

কানো শহরের আমীর মোহাম্মাদ সানুসির গত সপ্তাহে জনগণের প্রতি বোকো হারামকে প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন।

nigeria-Kano-mosque
নাইজেরিয়ার কানু শহরের প্রধান মসজিদ এটি। এখানে গতকাল শুক্রবার আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়।