Search
Close this search box.
Search
Close this search box.

তাইওয়ানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

taiwan

তাইওয়ানের প্রধানমন্ত্রী জিয়াং উই-হুয়াহ পদত্যাগ করেছেন।

chardike-ad

শনিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তার ক্ষমতাসীন দল হেরে যাওয়ার পর তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

এক খবরে বিবিসি জানিয়েছে, নির্বাচনে হেরে ক্ষমতাসীন চীনাপন্থী দল কুয়োমিনটাং রাজধানী তাইপের মেয়র কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলার নিয়ন্ত্রণ হারাবে বলে আশঙ্কা করেছে; যার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এই পদত্যাগের ঘোষণা এসেছে।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, পরাজয়ের পর নিজের দায়িত্ববোধের পরিচয় দিতেই তিনি সরে দাঁড়িয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, শনিবারের এই নির্বাচনকে চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের ব্যাপারে গণভোট হিসেবে দেখা হয়েছে।

ক্ষমতাসীন দলের সমর্থকরা চীনের সাথে তাদের সুসম্পর্কের বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে তারা তাইওয়ানকে শুধু একটি ধর্মত্যাগী প্রদেশ হিসেবে মনে করে।

স্থানীয় সময় সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ১১ হাজার পদের জন্য ২০ হাজারের অধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। এতে ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ ভোট দেয়।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের সিভিল ওয়ারের পর থেকে চীন এবং তাইওয়ান আলাদাভাবে শাসিত হয়ে আসছে।