Search
Close this search box.
Search
Close this search box.

৪০৮-এ থামল ভারত, অভিষেকেই ৫ উইকেটে হ্যাজেলউডের

australia

গাব্বায় প্রথম দিন শতকের দেখা পেয়েছিলেন ভারতের মুরালি বিজয়। বিজয়ের শতক ও রাহানের ৭৫ রানে ভর করে প্রথম দিন ভারত ৪ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার বোলারদের প্রথম দিন বেশ ভালোই শাসন করে ভারতীয়রা। কিন্তু বৃহস্পতিবারই ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা।

chardike-ad

দ্বিতীয় দিনে ৯৭ রান করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪০৮। ভারতের ইনিংসে ধস নামিয়েছেন অভিষিক্ত পেসার হ্যাজেলউড। প্রথম দিনের ২ উইকেটসহ দ্বিতীয় দিনে আরো ৩টি উইকেট নেন ডানহাতি এই পেসার।

প্রথম দিন ৭৫ রানে অপরাজিত থাকা রাহানে দ্বিতীয় দিনে ৬ রান যোগ করতেই হ্যাজেলউডের বলে হ্যাডিনের হাতে ক্যাচ তুলে নেন। এরপর শেন ওয়াটসনের বলে আউট হন রোহিত শর্মা (৩২)।

সপ্তম উইকেটে অধিনায়ক ধোনী ও অশ্বিন ৫৭ রান যোগ করেন। এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর দায়িত্ব নেন হ্যাজেলউড। অশ্বিনকে ৩৫ ও ধোনীকে ৩৩ রানে আউট করেন এই পেসার।

ভারতের ব্যাটিং লাইনআপের লেজটা গুড়িয়ে দেন নাথান লায়ন। উমেশ যাদব (৯) ও বরুণ অ্যারনকে (৪) আউট করেন তিনি। হ্যাজেলউড ৬৮ রানে ৫ উইকেট নেন। ৩টি উইকেট নেন নাথান লায়ন। ১টি উইকেট নেন মিচেল মার্শ ও শেন ওয়াটসন।

উল্লেখ্য, প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।