Search
Close this search box.
Search
Close this search box.

মত বদলালেন অমর্ত্য সেন

AMARTYA SENনিজের মত বদলে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইন্ডিয়ান এঙ্প্রেসে প্রকাশিত এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ভারতের মানুষ মোদিকে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, বিগত লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়াকে কটাক্ষ করেছিলেন অমর্ত্য সেন।

কিন্তু শনিবার এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন মোদির ভূয়সী প্রশংসা করে বলেন, ভারতে শৌচাগার ও স্বচ্ছ ভারতের মতো উদ্যোগ নিয়ে মোদি দেশবাসীকে বিশ্বাস করাতে পেরেছেন, চেষ্টা করলে সবই সম্ভব। মোদির কর্মকা- দেখে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি প্রথমে মোদির সমালোচনা করেছিলাম। কিন্তু এখন আমি আমার সেই মত বদলেছি। মানুষের বিশ্বাস অর্জন করে মোদি তার সক্ষমতার পরিচয় দিয়েছেন। অমর্ত্য সেনের দাবি, দেশজুড়ে নরেন্দ্র মোদির শৌচাগার নির্মাণের মতো উদ্যোগ প্রশংসনীয়।

chardike-ad