Search
Close this search box.
Search
Close this search box.

প্যারিসে পত্রিকা অফিসে হামলা : নিহত ১২

charla-hebdo

ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবার চার্লি হেবদো নামে একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের এলোপাতাড়ি গুলিতে  ১২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

chardike-ad

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো পোশাক পরা দুজন লোক আগ্নেয়াস্ত্র নিয়ে পত্রিকা অফিসে ঢোকার পরই গুলি শুরু হয়।

পরবর্তীতে তাদের সঙ্গে অফিসের বাইরে রাস্তায় পুলিশের গোলাগুলি হয়। এর এক পর্যায়ে গাড়িতে করে পালিয়ে যায় ওই বন্দুকধারীরা।

এই ঘটনার পর ঘাতকদের ধরতে ওই এলাকায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে।

ঘটনার পর পরই সেখানে ছুটে যান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হল্যান্ডে। এই হামলাকে ব্যতিক্রমি বর্বরোচিত হামলা হিসেবে অভিহিত করে সাংবাদিকদের তিনি বলেন, কাপুরুষোচিতভাবে মানুষকে হত্যা করা হয়েছে। মুক্ত চিন্তার দেশ হওয়ায় আমরা হুমকির মুখে। এসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

পত্রিকাটি তার সবশেষ টুইটে ইসলামিক স্টেট নেতা আল-বাগদাদীকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছিল।

এই পত্রিকাটি আগেও হামলার শিকার হয়েছিল।