Search
Close this search box.
Search
Close this search box.

গবেষণা ও উন্নয়নে বানিজ্যিক বিশ্বে দ্বিতীয় স্যামসাং

স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের একদল বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। ছবিঃ স্যামসাং টুমোরো।
স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের একদল বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। ছবিঃ স্যামসাং টুমোরো।

গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) খাতে বরাদ্ধের দিক থেকে বিশ্বব্যাপী বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং ইলেক্ট্রনিকস। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো এ অবস্থান ধরে রাখলো কোরিয়ান টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ইউরোপিয়ান কমিশনের বরাত দিয়ে কোরিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জানিয়েছে ২০১৩ সালে আরএন্ডডি গবেষণা ও উন্নয়নে স্যামসাংয়ের মোট বিনিয়োগ ছিল ১২শ’ কোটি ইউএস ডলার। ওই বছর এ খাতে সবচেয়ে বেশী ১৪শ’ কোটি ইউএস ডলার ব্যয় করে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন।

chardike-ad

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মাইক্রোসফট ও ইন্টেল। সেরা একশ’র মধ্যে স্থান পেয়েছে আরও দুটি কোরিয়ান প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিকস (৪৯তম) ও হুন্দাই মোটরস (৯৯তম)।