Search
Close this search box.
Search
Close this search box.

কেমন হবে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো

কাতার কর্তৃপক্ষের দাবি ২০২২ সালের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে দামি বিশ্বকাপ। কাতারের স্টেডিয়ামগুলোর দৌরাত্ম্য দেখলে আপনার তাই মনে হতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্টেডিয়াম হবে সর্বনিম্ন আটটি আর সর্বোচ্চ ১২টি। চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের কিছু স্টেডিয়াম।

# ২০২২ সালে কাতারে অবাক করা স্টেডিয়ামের মধ্যে রয়েছে দোহার পোর্ট স্টেডিয়াম।

chardike-ad

port-stadium

 

# কাতারের ঐতিহ্যবাহী সাদা-কালো তাঁবুর আদলে তৈরি হচ্ছে আল বায়াত স্টেডিয়ামে।

bayat-stadium

 

# ছবির মতো কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম।

university-stadium

 

# সমুদ্র সৈকতের কোল ঘেঁষে আল শামাল স্টেডিয়াম।

samal-stadium

 

# দৃষ্টিনন্দন আল খোর স্টেডিয়াম।

khor-stadium

 

# ৪০ হাজার দর্শকের আল রায়ান স্টেডিয়াম।

rayan-stadium

 

# আম সালার স্টেডিয়াম।

salar-stadium