Search
Close this search box.
Search
Close this search box.

দুই নেত্রীকে চিঠি দিলেন এরশাদ

ersadজাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। পার্টির সহদফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের হাতে চিঠি দেন আবুল হাসান আহমেদ জুয়েল। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এরশাদের চিঠি দেন তিনি।

chardike-ad

চিঠিতে এরশাদ বলেছেন, ‘আপনারা (আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল) সম্মত থাকলে সুবিধামতো কোনো এক সময়ে উপযুক্ত স্থানে আমরা মিলিত হওয়ার প্রস্তাব জানাচ্ছি। এ ব্যাপারে আমি আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।’

চিঠিতে তিনি আরো বলেন, ‘আমাদের নীতি-আদর্শের মধ্যে তফাৎ থাকবেই। কিন্তু জাতীয় কিছু মৌলিক প্রশ্নে আমরা অবশ্যই একমত হতে পারব।’

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘জনমনে শান্তি নেই। মানুষের নিরাপত্তা নেই। গোটা জাতি আজ আতঙ্কিত এবং দিশেহারা। বিরাজমান সংকট থেকে উত্তরণ ঘটাতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’