Search
Close this search box.
Search
Close this search box.

জীবনের শেষ সেলফি

selfieরেললাইনে দাঁড়িয়ে ছুটন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল ওরা। কিন্তু মূহুর্তেই ছিন্নভিন্ন তিন তরুণের দেহ। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

দেশটির প্রজাতন্ত্র দিবসের দিন কলেজ পড়ুয়া ইয়াকুব, ইকবাল, আফজল ও অণীশ চার বন্ধু মিলে আগ্রায় তাজমহল দেখতে যাবে বলে বেরিয়েছিল। রামকৃষ্ণের লীলাভূমিখ্যাত ভারতের মথুরায় ট্রেনের সিগন্যালে গাড়িতে বসেছিল। কিন্তু হঠাৎই দ্রুতগতিতে আসা ট্রেনটির সঙ্গে সেলফি তোলার ইচ্ছা হয় তাদের। আর দুঃসাহসিক এই ছবি তোলার জন্য দ্রুত তারা রেললাইনে চলে যায়। ছবি তুলে রেললাইনের বাইরে আসতে না পেরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যান তারা। তবে দুর্ঘটনা থেকে কোনক্রমে বেঁচে যায় চতুর্থ বন্ধু অণীশ। সে জানিয়েছে, চোখ ধাঁধানো ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার জন্যই তারা ছুটন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তুলতে জীবনের ঝুঁকি নেয়। মথুরার কোশি থানার অতিরিক্ত স্টেশন অফিসার জানিয়েছেন, পেছন থেকে ছুটে আসা ট্রেনটি যতটা সম্ভব কাছে রেখে তারা সেলফি তুলতে চেয়েছিল। অণীশ সেলফি তুলতে ব্যস্ত তিন বন্ধুর ছবি ক্যামেরাবন্দী করছিল। কিন্তু রেললাইন থেকে সরে আসার আগেই ট্রেনটি তাদের ধাক্কা মারে। ছিন্নভিন্ন হয়ে যায় তিনজনের দেহ। কোনক্রমে রক্ষা পায় অণীশ। টাইমস অব ইন্ডিয়া।