Search
Close this search box.
Search
Close this search box.

সিউল সাবওয়েতে ১৫ কোটি যাত্রীর বিনামুল্যে যাতায়াত!

seoul metroগত বছর সিউলের সাবওয়ে ট্রেনের ১ থেকে ৪ নাম্বার লাইনে প্রায় ১ শত ৫১ মিলিয়ন যাত্রী বিনামুল্যে যাতায়াত করেছেন। আইনগতভাবে অনুমোদনপ্রাপ্ত জ্যেষ্ঠ ও অক্ষম নাগরিকেরাই মূলত বিনা পয়সায় যাতায়াত করতে পারেন। সিউল মেট্রোর এই চারটি লাইনের অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে সাবওয়ের মোট যাত্রীর প্রায় দশ শতাংশই বিনামুল্যে চলাচল করেছেন। ফলে সরকার প্রায় ৭ শত ৩৯ মিলিয়ন উওন যাতায়াত ভাড়া কম পেয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১২ সালে বিনামুল্যে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল প্রায় ১ ৪কোটি ৩০লাখ এবং ২০১৩ এ ছিল ১৪ কোটি ৬ও লাখ।

মূলত বয়স্করা এই সুবিধা বেশী ভোগ করছেন এবং এই সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। অপরদিকে অক্ষম ব্যক্তিদের এই সুযোগ থাকলেও এর হার হ্রাস পাচ্ছে। সিউল মেট্রোর এক কর্মকর্তা জানান, “বয়স্ক লোকের সংখ্যা ক্রমেই বাড়ার কারণেই মুলত বিনামূল্যে যাতায়াতের হার বৃদ্ধি পাচ্ছে”।

chardike-ad