Search
Close this search box.
Search
Close this search box.

ক্ষমতাসীন ও বিরোধী নেতার সাথে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট পার্ক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুণ হে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকে বসবেন। চলতি মার্চেই এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

প্রধান বিরোধী নেতা মুন জায়ে ইনের সাথে করমর্দন করছেন প্রেসিডেন্ট পার্ক গুণ হে।
প্রধান বিরোধী নেতা মুন জায়ে ইনের সাথে করমর্দন করছেন প্রেসিডেন্ট পার্ক গুণ হে।

ক্ষমতাসীন স্যানুরি পার্টির মুখপাত্র কুওন ইয়ুন হে রবিবার জানান যে মধ্যপ্রাচ্যে নয় দিনের সফর শেষে দেশে ফিরেই রাষ্ট্রপতি স্যানুরি পার্টির প্রধান কিম মু সুং ও প্রধান বিরোধী জোট নিউ পলিটিক্স অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি’র শীর্ষ নেতা মুন জে ইনের সাথে বৈঠকে বসবেন।

chardike-ad

কিম মু সুংয়ের প্রস্তাবের ভিত্তিতেই প্রেসিডেন্ট পার্ক এ বৈঠকে সম্মত হয়েছেন। এতে তিনি তাঁর মধ্যপ্রাচ্য সফরের বিস্তারিত দুই নেতাকে অবহিত করবেন। আগামী ৯ মার্চ পার্কের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ১লা মার্চ স্বাধীনতা সংগ্রাম উদযাপনের জন্য একটি সরকারি অনুষ্ঠানের আগে তিন নেতা কিছু সময়ের জন্য মিলিত হন। ২০১২ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে পার্কের কাছে হেরে যাওয়ার পার্কের সাথে এটাই ছিল মুন জে ইনের প্রথম সাক্ষাৎ।