Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় যাজক ‘নিখোঁজ’

prist

উত্তর কোরিয়ায় এক কানাডীয় যাজক ‘নিখোঁজ’ হয়েছেন। ৬০ বছর বয়সি রেভারেন্ড হায়োন সো লিম নামে এই যাজক জানুয়ারির শেষে দেশটিতে ভ্রমণে যান।

chardike-ad

কানাডার গির্জার এক কর্মকর্তা জানিয়েছেন, ৩১ জানুয়ারি দেশটিতে ভ্রমণে যান সো লিন। ৪ জানুয়ারি উত্তর কোরিয়ায় ছাড়ার কথা ছিল তার। সেই হিসাবে প্রায় এক মাস পার হয়ে গেছে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অনেক বার উত্তর কোরিয়া ভ্রমণ করেছেন সো লিম। এবারই প্রথম দীর্ঘসময় তিনি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।

কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, সো লিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে খুঁজে পেতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ায় প্রায়ই বেদেশি নাগরিকদের আটক করার ঘটনা ঘটে। বিশেষ করে যারা ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত, তারা বেশি আটকের শিকার হন। কারণ দেশটিতে এই ধরনের কর্মকা- নিষিদ্ধ।

এদিকে কানাডা সরকার তার নাগরিকদের উত্তর কোরিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে রেখেছে। দেশটিতে কানাডার কোনো কূটনৈতিক মিশন নেই।

অন্যদিকে সো লিমের নিখোঁজ হওয়ার বিষয়টি উত্তর কোরিয়াকে কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে এখনো জানিয়েছে কিনা, তা জানানো হয়নি।