Search
Close this search box.
Search
Close this search box.

পরিসংখ্যানে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

bd-engআজ বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

দুই দলের জন্যই এ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জয় পেলে কোয়ার্টার ফাইনাল খেলবে। আর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে ইংল্যান্ড। যদি ইংল্যান্ড জয় পায় তাহলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের আশা টিকে থাকবে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলবে টাইগাররা।

chardike-ad

এ ছাড়া যদি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ইংল্যান্ড হেরে যায় তাহলে বাংলাদেশের শেষ আট নিশ্চিত। সমীকরণ অনেকগুলো। তবে বাংলাদেশ ক্রিকেট দল চাইছে ইংল্যান্ডকে হারিয়ে বিজয় উল্লাস করতে।

সে লক্ষ্যেই সোমবার অ্যাডিলেডে মাঠে নামবে মাশরাফির দল। মাঠের লড়াইয়ের আগে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক-

• ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১৫টি ওয়ানডে খেলেছে। ১৩ পরাজয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২টিতে।

• বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দুই দল। একটি করে ম্যাচ জিতেছে দুই পরাশক্তি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চার উইকেটে জয় পায় ইংল্যান্ড। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ জয় পায় ২ উইকেটে।

• দুই দলের সবশেষ তিন ম্যাচের দ্বৈরথে দুটিতেই জিতেছে বাংলাদেশ।

• ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬ উইকেটে ২৬০। সর্বনিম্ন রান ৯ উইকেটে ১৩৪।

• ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০১০ সালে ঘরের মাঠে সেঞ্চুরির দেখা পান তামিম। এছাড়া ইংলিশদের বিপক্ষে সবচেয়ে বেশি রান তামিমেরই। ২৬৩। এরপরই রয়েছেন ইমরুল কায়েস (২৪৯)।

• এবারের বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশের ১৫ ক্রিকেটারের মধ্যে আট জনেরই ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই।

• দুই দলের সবশেষ মুখোমুখিতে জয় পেয়েছিল বাংলাদেশ।

• আর দুটি উইকেট পেলেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে উঠবেন সাকিব আল হাসান। ১১ উইকেট পেয়েছেন সাকিব। সবার ওপরে থাকা আব্দুর রাজ্জাক পেয়েছেন ১২ উইকেট।