Search
Close this search box.
Search
Close this search box.

মাহমুদুল্লাহ-মুশফিকে ২৭৫ রানে থামল বাংলাদেশ

MahMudullahইংল্যান্ডকে ২৭৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ইংলিশ অধিনায়ক মরগানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৫ রান করে মাশরাফিবাহিনী। আরাফাত সানি ৩ রান এবং মাশরাফি বিন মুর্তজা ৬ রানে অপরাজিত থাকেন।

অ্যাডিলেড ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।

chardike-ad

শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের ৪র্থ বলে আনামুল হকের পরিবর্তে দলে যোগ দেওয়া ইমরুল কায়েসকে (২) সাজঘরে ফেরান অ্যান্ডারসন। ২.১ ওভারে অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিমকেও (২) সাজঘরে ফেরান অ্যান্ডারসন। ২০.২ ওভার ক্রিস জর্দানের বলে আউট হন সৌম্য সরকার (৪০)। এর আগে ৩য় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন সৌম্য-মাহমুদুল্লাহ।

দলীয় ৯৯ রানে ২১.৫ ওভারে জো রুটের সহযোগিতায় সাকিবকে (২) সাজঘরে ফেরান মঈন আলী। ৪৬তম ওভারে রান আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ (১০৩)। এর আগে ২৩তম ওভারে ৭৯ বল খেলে ব্যক্তিগত অর্ধশতক এবং ৪৩.৩ ওভারে ১৩১ বল খেলে ব্যক্তিগত শতরান করেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক এটি। এর পাশাপাশি ৫ম উইকেটে ১৪১ রানের জুটি গড়েন মুশফিক-মাহমুদুল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি এটি।

ইনিংসের ৪৭.৫ ওভারে ব্রডের বলে জর্দানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম (৮৯)। এর আগে ৩৯.৪ ওভারে ৪৯ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন তিনি। ৪৯তম ওভারের শেষ বলে মরগানের সহযোগিতায় সাব্বির রহমানকে সাজঘরে ফেরান জর্দান।

বিশ্বকাপের চলতি আসরের ৭ম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে এবং ২৭তম ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। এর বিপরীতে ১৮তম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এতে উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

অপরদিকে বিশ্বকাপের ২য় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে; ৯ম ম্যাচে অপর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং ২২তম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হারে ইংল্যান্ড। এর বিপরীতে ১৪তম ম্যাচে স্কটল্যান্ডকে ১১৯ রানে হারায় ইংলিশরা।

বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাবিক আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফান সানি, রুবেল হোসাইন এবং তাসকিন আহমেদ।

ইংল্যান্ড স্কোয়াড:

ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, অ্যালেক্স হেলস, জো রুট, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, ক্রিস জর্দান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।