শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ মার্চ ২০১৫, ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

বউয়ের নাচ মানুষকে দেখাতে চান না আফ্রিদি


Afridiগোটা বিশ্ব তাঁর স্ত্রীর নাচ দেখুক এটা চান না পকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তাই তিনি রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র মোটা টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ভারতের গণমাধ্যম সূত্রের খবর, বেসরকারি এক টেলিভিশন চ্যানেল মোটা টাকার প্রস্তাব দিয়ে জানিয়েছিল, তাদের ড্যান্স শো ‘নাচ বলিয়ে’তে আাফ্রিদিকে তার স্ত্রী-র সঙ্গে জুটি বেধে নাচতে হবে। এ বিষয়ে অনুষ্ঠানটিতে অংশ নেয়ার জন্য আফ্রিদিকে মোটা পারিশ্রমিক দেয়ার চুক্তিও করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে বসেন। আফ্রিদি চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়ে দেন, তিনি একা অন্য কোনও মহিলার সঙ্গে নাচতে রাজি। তবে তাঁর স্ত্রী সঙ্গে তিনি প্রকাশ্য কোনো নাচে অংশ নেবেন না।

এ বিষয়ে আফ্রিদির জবান, ‘বিবি কো নাহি নাচানা হ্যায়!’