শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ মার্চ ২০১৫, ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার

সাঙ্গাকারার বিরল রেকর্ড


SANGARAKARAবিশ্বকাপের ইতিহাসে আগের ম্যাচেই ছুঁয়েছিলেন টানা তিন সেঞ্চুরির রেকর্ড। এবার হ্যাটট্রিককে টেনে নিলেন আরও সামনে।

৩৭ বছর বয়সে এসে বিশ্বকাপে করে ফেললেন টানা চার সেঞ্চুরি। তিনি সাঙ্গাকারা। যার নামের পাশে এখন অবিশ্বাস্য বিষেষণও ক্লিশে, বহুল ব্যবহৃত।

বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরিই কারো নেই, চার তো অনেক দূরে। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি ছিল দুজনের। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ’র আর ২০০৩ বিশ্বকাপে ভারতের সৌরভ গাঙ্গুলীর।

ইংল্যান্ড, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করে তাদের পাশে নাম লিখিয়েছিলেন মাত্র তিনদিন আগে।

এবার ছাড়িয়ে গেলেন সবাইকে। স্কটল্যান্ডের বিপক্ষে আজ সেঞ্চুরি করলেন ৮৬ বলে।