Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ টি-টোয়েন্টিতে জিতবে : মাশরাফি

Masrafi

ওয়ানডেতে দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। যে দলটির বিপক্ষে একটিমাত্র ওয়ানডে জিততেই প্রায় দেড়যুগ অপেক্ষায় থাকতে হয়েছে। ঠিক তাদেরকে ৩-০ তে হোয়াইটওয়াশ করাটা কত বড় অর্জন হতে পারে, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

chardike-ad

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ৭টিতেই হেরেছে বাংলাদেশ।

মাশরাফির বিশ্বাস পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবার টি-টোয়েন্টিতেও জয় পাবে বাংলাদেশ।

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টি আসলে আমরা অনেক দিন খেলছি না। তবে যেভাবে আমরা এখন পারফরমেন্স করছি সেটা ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। ভিন্ন ধরনের ক্রিকেট। এখানে মানিয়ে নিতেও কষ্টকর। একদিন হাতে সময় আছে আমাদেরকে সেভাবে মানিয়ে নিতে হবে। কার কিভাবে খেলতে হবে সেটা এখনই ঠিক করতে হবে। আমি আশা করবো যারা আছে তারা যদি এভাবে খেলতে পারে তাহলে টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারাতে পারবো।’