Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের টার্গেট ১৪২

bangladesh_team

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যেভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে তা এখনো করতে পারেনি। নিয়মিত টি-টোয়েন্টি না খেলার কারণেই এ রকমটা হচ্ছে। তবে বদলে যাওয়া বাংলাদেশ যেকোন সময়ে ঘুরে দাঁড়াতে পারে তার প্রমাণ বারবার পেয়েছে ক্রিকেট বিশ্ব।

chardike-ad

সেই বাংলাদেশের বিপক্ষে সন্ধ্যায় একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে শহীদ আফ্রিদির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন আহমেদ শেহজাদ (১৭)।

দলীয় ৬৪ রানে মুস্তাফিজের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন শহীদ আফ্রিদি (১২)। ৭৭ রানের মাথায় স্ট্যাম্পিং হয়ে যান মুক্তার আহমেদ (৩৭)।

এরপর মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ হাফিজ। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৮ বলে ২৬ রান করে পাকিস্তানের এই অলরাউন্ডার।

২০১১ সালের পর তৃতীয় বারেরমত বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টির আগে তিনটি ওয়ানডে খেলেছে দুই দল। ওয়ানডে সিরিজে একটিতেও জয়ের মুখ দেখেনি সফরকারীরা। পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টিতে এগিয়ে থাকবে। সেই সুযোগে বাংলাদেশ টি-টোয়েন্টিতেও জয় তুলে নিবে এমনটিই প্রত্যাশা করছে ক্রিকেটপ্রেমিরা।

দুই দল এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি খেলেছে। প্রতিটিতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার একাদশে জায়গা পেয়েছেন। এ ছাড়া সেরা একাদশে আছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ বনাম পাকিস্তান (টি-২০) খেলাটি সরাসরি দেখুন মোবাইল থেকে।
লিঙ্কঃ  http://www.banglatelegraph.com/2015/04/বাংলাদেশ-পাকিস্তান-টি-২০/