Search
Close this search box.
Search
Close this search box.

যেন অবিকল মানুষ!

রোবট যদি দেখতে হয় মানুষের মতো, আর মানুষের মতোই কথা বলতে ও কাজ করতে পারে তাহলে কেমন হবে? ভাবুন তো- মানুষ ও রোবট একসঙ্গে কাজ করছে, শুধু কাজ নয় মানুষের বন্ধুও হচ্ছে! তবে এখনও বন্ধু হতে না পারলেও, মানুষের মতো দেখতে ও অনেক কাজ করতে শিখে গেছে কিছু রোবট। চলুন এমনই কিছু রোবটের জগতে ঘুরে আসা যাক…

robot1
চীনের রোবট ইয়াংইয়াং।

চীনের ইয়াংইয়াং নামের একটি রোবট দেখতে অবিকল মানুষের মতো। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে একটি মিছিলে তার মুখে ছিল মানুষের মতো অভিব্যক্তি।

chardike-ad

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের টোকিওতে নিহনবাসি মিসুকোসি নামের একটি দোকানে আইকো চিহিরা আছেন রিসেপশনিস্ট হিসেবে। এই আইকো চিহিরা কোনো মানুষ নয়। সে একটি রোবট। যে কি না অবিকল মানুষের মতো দেখতে।

জাপানের তোশিবা কর্পোরেশন গত বছর এ রোবটিকে মানুষের সামনে নিয়ে আসে।

robot-2
একজন রিসেপশনিস্ট রোবট আইকো চিহিরার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলছেন।

প্রথমে এটি সাইন ভাষায় কথা বলতে পারতো এবং নিজের পরিচয় দিতে পারতো। কিন্তু বর্তমানে এটিকে গ্রাহকদের সঙ্গে কথা বলার উপযোগী করা হয়েছে। আর এখন এটি চীনা ভাষায় কথাও বলতে পারে।

robot-3
জাপানের রোবট আইকো চিহিরা

ডেনমার্কের বিজ্ঞানী হেনরিক চারফি তার মতোই অবিকল দেখতে একটি রোবট তৈরি করেছেন। তিনি এই রোবটটির নাম দিয়েছেন জেমিনয়েড-ডিকে। এই রোবটটি টেলি-অপারেটর অ্যান্ড্রয়েডের কাজ করে।

robot-4
ডেনমার্কের বিজ্ঞানী হেনরিক চারফি (ডানে) ও তার মতোই অবিকল দেখতে জেমিনয়েড-ডিকে রোবট (বামে)।

সৌজন্যেঃ অর্থসূচক