Search
Close this search box.
Search
Close this search box.

যেখানে তামিম-ইমরুলই প্রথম!

tamim-imrul১৯৫২ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে পাকিস্তান। গত ৬৩ বছরে পাকিস্তানের বিপক্ষে কোনো দলই দ্বিতীয় ইনিংসে ২০০ রানের উদ্বোধনী জুটি গড়তে পারেনি। তবে এবার সেটা করে দেখাল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। অর্থাৎ, তামিম-ইমরুলই প্রথম পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ট্রিপল সেঞ্চুরির উদ্বোধনী জুটি গড়লেন।

এর আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯২ রান। ১৯৭৮ সালে লাহোর টেস্টে জুটিটি গড়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার ও চেতন চৌহান। ৩৭ বছর পর তামিম আর ইমরুল গাভাস্কার-চৌহানের রেকর্ডটি তো ভাঙলেনই, সঙ্গে প্রথমবারের মত ৩০০ বা তার বেশি রানের উদ্বোধনী জুটি গড়লেন। শুক্রবার খুলনা টেস্টের চতুর্থ দিন শেষে তামিম ১৩৮ ও ইমরুল ১৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

chardike-ad