cosmetics-ad

র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

Bangladesh_Football

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। ১৬৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৬৬ তে। এই উন্নতির পেছনে বাংলাদেশের খেলা সবশেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রভাব ফেলেছে।

৩১ মে সিঙ্গাপুরের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটিতে ভালো খেলেও ২-১ গোলে হেরে যায় মামুনুল-এমিলিরা। ২ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ৯৪ মিনিট পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল আফগানিস্তানের বিপক্ষে। ইনজুরি টাইমের শেষ মিনিটে আচমকা গোলে ড্র করতে সক্ষম হয় আফগানরা।

বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে সিঙ্গাপুরেরও। ৮ ধাপ এগিয়ে তারা অবস্থান নিয়েছে ১৫৪ তে। এদিকে অবণতি হয়েছে আফগানিস্তানের। তারা ১৩৫তম স্থান থেকে নেমে গেছে ১৫১ তে। পাকিস্তান ৩ ধাপ উন্নতি করে ১৭০ এ রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ১৮৬তম স্থানে। তবে ভারত অবস্থান নিয়েছে ১৪১তম স্থানে।

আগামী ১১ ও ১৬ জুন ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে কিরগিস্তানের ও তাজিকিস্তান বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।