Search
Close this search box.
Search
Close this search box.

হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

footballহার দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ১ম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড জেমলিয়ানুহিন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই অগোছালো ফটবল খেলে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। ফলও পায় হাতেনাতে। মাত্র ৮ মিনিটের মাথায় গোল হজম করে মামুনুল শিবির। এসময় বক্সের সামান্য বাইরে থেকে বা পায়ের দুর্দান্ত ফ্রি কিক নেন কিরগিজস্তানের জেমলিয়ানুহিন অ্যান্টন। তার নেওয়া শট পোস্টে লেগে জালে ঢোকে। বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেনি। ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা।

chardike-ad

তবে এদিন ভাগ্যদেবীও মুখ ফিরে চায়নি বাংলাদেশের দিকে। ম্যাচের ১১ মিনিটে ডান প্রান্ত থেকে তপু বর্মনের দুরপাল্লার শট চলে যায় প্রতিপক্ষের পোস্ট ঘেঁষে। ২১ মিনিটে হেমন্তর শট ফিরে আসে কিরগিজ ডিফেন্ডারের গায়ে লেগে।

২৮ মিনিটে বক্সের মধ্যে কিরগিজ ফরোয়ার্ড মায়ের ভিক্টরকে ফা্‌উল করেন বাংলাদেশের ডিফেন্ডার ইয়ামিন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।বেশ দক্ষতার সঙ্গে পাওয়া সুযোগকে কাজে লাগান এডগার। পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কিরগিজরা।

এরপর গোল পেতে দেরি হয়নি বাংলাদেশেরও। ৩২ মিনিটে মামুনুলের কর্নার কিকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান কিরগিজ ডিফেন্ডার কিচিন ভালেরি।

তবে ৪৩ মিনিটে বক্সের সামান্য বাইরে ২ ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত শটে বাংলাদেশের জালে বল জড়ান জেমলিয়ানুহিন। ফলে ৩-১ ব্যবধানে বিরতিতে যায় ২ দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোলের সুযোগ পায় বাংলাদেশ। ৪৭ মিনিটে বাংলাদেশ অধিনায়কের মামুনুল ইসলামের বা পায়ের দুর্দান্ত ফ্রি কিক বারের সামান্য উপর দিয়ে চলে গেলে গোলের আশা ভেস্তে যায়।

৭৮ মিনিটে মামুনুলের নেওয়া দুর্দান্ত আরও একটি ফ্রি কিক বা দিকে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন কিরগিজ গোলরক্ষক। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী কিরগিজস্তান।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।