Search
Close this search box.
Search
Close this search box.

জেদ্দায় সাড়ে ৩ হাজার পচা মুরগি উদ্ধার

soudi-chickenসৌদি আরবের জেদ্দায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫০টি পচা, নষ্ট, গলিত, অসুস্থ মুরগি উদ্ধার করেছে জেদ্দা পৌরসভা। স্থানীয় ও পর্যটকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতক করতে এবং রমজান মাসকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়।

এক খবরে বুধবার সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানিয়েছে, দক্ষিণ জেদ্দার একটি মুরগি জবাইখানায় অভিযান চালিয়ে গত সোমবার এই নষ্ট মুরগি উদ্ধার করা হয়েছে।

chardike-ad

পৌরসভার একজন কর্মকর্তা জানিয়েছেন, এই এলাকায় অবস্থিত বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে পাঠানোর জন্য এই মুরগি প্রস্তুত করা হচ্ছিল। জবাইখানাকে অবৈধ, পৌরসভা ও শ্রম আইনের পরিপন্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, খাদ্য নিরাপত্তায় জেদ্দা মেয়রের কঠোর নির্দেশ রমজানজুড়েই অভিযান আরও কড়া করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই এই মুরগি জব্দ করা হয়েছে। রমজানের পরেও এই অভিযান চলবে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে কর্মীরা এই কসাইখানায় মুরগি জবাই করছিল। এরপর এই মাংস প্যাকেটজাত করে তারা বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে পাঠানোর জন্য প্রস্তুত করছিল।