হেড ফোন থেকে শুরু করে মোবাইল, কম্পিউটার পর্যন্ত বাজারে চীনের জিনিসে সয়লাবের ঘটনাটা নতুন কিছু নয়। কিন্তু সেই জিনিস যদি হয় একেবারে হাঁড়ির ভিতর। হ্যাঁ, এমনই ঘটছে। কিছুদিন আগে প্লাস্টিকের ডিম ছেড়েছিল চীন।
এবার তারা ছেড়েছে চাল। বাংলাদেশের বাজারে এই চাল এখনো এসেছে কিনা না যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাদের মাঠে ঘাটে কৃষকদের ঘাম ঝড়িয়ে তৈরি হওয়া চালের পরিবর্তে ভারতের বাজার ধীরে ধীরে দখল করছে চীনের প্লাস্টিক ধান/রাইস।
প্লাস্টিককে বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এই নকল চাল। যা তৈরি হয় চীনের বিভিন্ন প্লাস্টিক কারখানায় । তো চলুন ভিডিওতে দেখে নেয়া যাক এই প্লাস্টিক চাল তৈরির প্রক্রিয়া।
ভিডিওঃ