Search
Close this search box.
Search
Close this search box.

দরকার হলে পরমাণু অস্ত্র ব্যবহার করব : পাক মন্ত্রী

atomপরমানু অস্ত্র ব্যাবহারের হুমকি দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘আমাদের টিকে থাকার জন্য প্রয়োজন হলে, আমরা অবশ্যই’ পরমাণু অস্ত্র ব্যবহার করব।

জিও নিউজের ‘জিরগা’ প্রোগ্রামে আসিফ বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার একটি বিকল্প, কারণ আমরা এগুলো কেবল ভয় দেখানোর জন্য রাখিনি।

chardike-ad

তিনি বলেন, ‘আমরা প্রার্থনা করি, যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে যদি দরকার হয়, তবে আমরা টিকে থাকার জন্য অবশ্যই ব্যবহার করব।’

তিনি বলেন, ‘প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়া পাকিস্তানে ভারতের ছায়া যুদ্ধ।’
তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা সামর্থ্য শক্তিশালী।

বুলেটিন অব দ্য অটমিক সায়েন্টিস্টস-এর তথ্য অনুযায়ী, ভারতের চেয়ে পাকিস্তানের ১০টি বেশি তথা ১২০টি পরমাণু অস্ত্র রয়েছে।
সূত্র : আইএএনএস