ক’দিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন তার ছোট বোনের সাথে একটি সেলফি তুলে ফেসবুকে আপলোড করলে ভক্তরা আপত্তিকর মন্তব্য করেন। পরবর্তিতে তিনি ফেসবুক থেকে ওই ছবিটি ডিলেক্ট করতে বাধ্য হন। নাসিরের মতো এবার টাইগার পেসার তাসকিন আহমেদও পরিবারের সাথে সেলফি তুলে বিড়ম্বনায় পড়েছেন।

taskinতাসকিনের এই সেলফি সামাজিক যোগাযোগ করার মাধ্যমে ফেসবুতে আপলোড করার পর ভক্তরা বিরূপ মন্তব্য করেছেন। মূলত তাসকিন আহমেদের পরিবার ইসলাম বহির্ভূত কাজ করছে বলে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছে ভক্তরা। ভক্তদের এমন বিরূপ মন্তব্যের কারণে নাসিরের মতো তাসকিন আহমেদও সেই ছবিটি ডিলেক্ট করেতে বাধ্য হন।

chardike-ad