Search
Close this search box.
Search
Close this search box.

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

footballসাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশীপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দলের পক্ষে জোড়া গোল করেন সারোয়ার নিপু। এছাড়া আতিকুজ্জামান ও রাকিব করেন একটি করে গোল।

অন্যদিকে এই ম্যাচে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

chardike-ad

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই নিপুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলের পর বাংলাদেশের আক্রমণ আরও ধারালো হয়ে উঠে।বাংলাদেশের কিশোররা ছোট ছোট পাস আর স্কিলের পসরা সাজিয়ে কাঁপাতে থাকে লঙ্কানদের ডিফেন্স। তবে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট হলে শেষ পর্যন্ত এক গোলেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের ক্ষুধায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তার ফলও আসে হাতেনাতে। ম্যাচের ৬০ মিনিটে চমৎকার বোঝাপড়ায় বক্সে ঢুকে বাঁ পায়ের এক জোরালে শটে গোল করেন আবেদীন রাকিব।

খেলার ৭৬ মিনিটে মোহাম্মদ শাওনের কর্ণার কিক থেকে দর্শনীয় হেডে গোল করেন মোহাম্মদ আতিকুজ্জামান। ৮৬ মিনিটে আবারো গোল উৎসবে ভাসে বাংলাদেশ। মোহাম্মদ শাওনের ডিফেন্স চেরা পাস থেকে এবার একেবারে ঠান্ডা মাথায় গোল করেন সরওয়ার জামান নিপু।

বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।