Search
Close this search box.
Search
Close this search box.

বদলে গেল অফসাইডের নিয়ম!

offsideবিশ্ব ফুটবলের নতুন মৌসুম সবে শুরু হয়েছে। তার আগেই অফসাইডের নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন করে রেফারি-লাইন্সম্যানদের হাতে নতুন ‘অস্ত্র’ তুলে দিয়েছে ফিফা। এতদিন নিয়ম ছিল, অফসাইডে দাঁড়িয়ে থাকা কোনও প্লেয়ার বল ছুঁলে তবেই ‘অফসাইড’ হবে। অর্থাৎ, সেই প্লেয়ার যদি বলের দিকে এগিয়ে যেতেন বা বল ধরার জন্য পা বাড়াতেন, কিন্তু বলে পা লাগাতেন না, তাহলে অফসাইড হতো না।

কিন্তু এবার ফিফা জানিয়ে দিয়েছে, অফসাইড পজিশনে দাঁড়িয়ে কোনও প্লেয়ার বলের দিকে এগোলে বা বল ধরার চেষ্টা করলেও রেফারি তাঁর বাঁশি বাজাবেন।

chardike-ad

ফিফার এই নতুন নিয়মে রেফারি ও লাইন্সম্যানদের সমস্যা অনেকটাই লাঘব করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে, ফুটবলার ও কোচেদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে এই নতুন নিয়ম। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে গোলের সংখ্যা অনেকটাই কমে যাবে। যার জেরে, ফুটবল তার আকর্ষণ কিছুটা হলেও হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিফা জানিয়েছে, ২০১৫-১৬ মৌসুম থেকেই এই নিয়ম চালু হবে।