Search
Close this search box.
Search
Close this search box.

অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ

অবশেষে পূরণ হল বাংলার ক্ষুদে বাঘেদের স্বপ্ন। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মত এ টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

bd_under_16_football-team

chardike-ad

এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ৪৭ মিনিটে অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ভারতের ডি-বক্সের মধ্যে থাকা ফাহিম মোরশেদ গড়ানো শটে গোল করেন। সমতায় ফিরতে মাত্র ১৬ মিনিট সময় নেয় ভারত। ৬৩ মিনিটে অভিনাশের গোলে ম্যাচে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে নেয়া ৪টি শটের সবক’টিই জালে জড়ান বাংলাদেশের কিশোরেরা। কিন্তু ভারতের পক্ষে নেয়া সমপরিমাণ শটের একটি বারে লেগে ফিরে আসে ও অপরটি বাংলাদেশের গোলরক্ষক ফিরিয়ে দেন। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন আতিকুজ্জামান, সাদ উদ্দিন, ফাহিম মোরশেদ ও জাহাঙ্গীর।