Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে মার্স ভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা

march-virusসৌদি আরবে হটাৎ করেই মার্স ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত সাত দিনে মার্স ভাইরাসে ১৭ জন মারা গেছে।

সামনে আসছে হজের সময় ২০ লাখের মতো মানুষ সৌদি আরব যাবেন বলে ধারনা করা হচ্ছে। আর সে কারণে বিষয়টি উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

chardike-ad

তবে সৌদি কর্তৃপক্ষ বলছে তারা ব্যাপক সতর্কতা অবলম্বন করছেন। উট থেকে মানুষে ছড়ানো এই অসুখটি এখন মানুষ থেকে মানুষেও ছড়ায়। এবার তাই উট কুরবানি নিষিদ্ধ করেছে সৌদি আরব।

মিডল ইস্টার্ন রেসপারেটরি সিন্ড্রোম নামের এই অসুখটিতে ফুসফুসে প্রদাহ হয়। এর লক্ষণ হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অসুখটি হাঁচি বা কাশিতেও ছড়াতে পারে।