Search
Close this search box.
Search
Close this search box.

‘বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন হাথুরুসিংহের’

Hathrusingএক আতাপাত্তুর পদত্যাগে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কপালে চিন্তার ভাজ। বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্তের দ্বার উন্মোচন করা হাথুরুসিংহের দিকে নজর পরেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। সদ্য পদত্যাগ করা শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তুর স্থলাভিষিক্ত করতে চান তাকে। বিষয়টি নিয়ে বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার পর বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বিষয়টি নিয়ে নির্ভার। সুজন জানিয়েছেন হাথুরুসিংহের বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ, বাংলাদেশকে নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে।

হাথুরুসিংহের চলে যাওয়ার গুঞ্জনের বিষয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এ বিষয়ে চণ্ডিকা আমাদের কিছু জানায়ওনি। বোর্ডের পক্ষ থেকেও তাকে এমন কিছু বলা হয়নি। ওতো একটা কন্ট্রাক নিয়ে এসেছে। আমি মনে করি বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করাটা সে যথেষ্ট এনজয় করে। এবং চ্যালেঞ্জ সে সব সময় পছন্দ করে। আমি যতদূর তাকে কাছ থেকে দেখেছি। এই যে আমাদের এই দলটাকে এতদূর নিয়ে আসার পেছনে অবশ্যই তার অবদান অনস্বীকার্য।’

chardike-ad

তিনি আরো বলেন, ‘এই দলটাকে নিয়ে সে আরো উপরে যেতে চায়। সুতরাং এই অবস্থা থেকে সে সরে দাঁড়াবে কিনা সে একটা প্রশ্ন। বাংলাদেশ দলটিকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখছে সামনে যাওয়ার। মাঝপথে এই স্বপ্ন থেকে আমার মনে হয় না সে সরে দাঁড়াবে। কারণ সরে দাঁড়ানোর মতো মানুষ সে না। যেহেতু ও শিগগিরই ঢাকায় আসছে। তখনই বোঝা যাবে ও কী বলতে চায়, না চায়। তবে আমি মনে করি সে বাংলাদেশের হয়ে কাজ করবে।’