Search
Close this search box.
Search
Close this search box.

প্রধানমন্ত্রীর ছবি জালিয়াতি: যুবলীগ নেতা বহিষ্কার

folse-photoপ্রধানমন্ত্রীর সঙ্গে ছবি জালিয়াতির ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাকসুদুর রহমান প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে নিজের ছবি সুপার ইম্পোজিং করে তার ফেসবুক পেজে আপলোড করেছিলেন। ফেসবুকে থাকা ওই ছবি ৪৩ বার শেয়ার হয়েছে। লাইক এবং কমেন্টও রয়েছে অনেক। সুপার ইম্পোজিং করা ওই ছবি দিয়ে পোস্টার তৈরিরও অভিযোগ পাওয়া গেছে।

chardike-ad

আইটি বিশেষজ্ঞরা জানান, যে স্থানে মাকসুদের ছবি বসানো হয়েছে, সেখানে সাদা পাঞ্জাবি পরা অন্য কোনো নেতার ছবি ছিল। যা সরিয়ে মাকসুদের ছবি বসানো হয়েছে।

সিআইডি ও মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, পরীক্ষা-নিরীক্ষার পর এটা নিশ্চিত করে বলা যায়, ছবিটি সুপার ইম্পোজিং করা হয়েছে।