Search
Close this search box.
Search
Close this search box.

এবার সাংবাদিকতায় রোবট!

journalist-robotএবার সাংবাদিকতায়ও ভূমিকা রাখবে রোবট। চীনের একটি সাপ্তাহিকে ইতোমধ্যে রোবটের একটি ব্যবসায়িক সংবাদ প্রকাশ করা হয়। তবে কি সাংবাদিকদের চাকরি হুমকিতে পড়তে যাচ্ছে! এতে কি বাড়বে বেকারত্ব! এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

ওই সংবাদটি লিখতে রোবট সময় নেয় এক মিনিট। তবে সমস্যাও আছে। অর্থনীতির মূল বিষয় সম্পর্কে লিখতে সমস্যা হয় রোবটের।

chardike-ad

চীনের সোশ্যাল এবং গেমিং জিয়ান্ট টেনসেন্ট রোবটের এই সাংবাদিকতার প্রচলন করেছে। টেনসেন্ট ৯১৬ শব্দের একটি সংবাদ প্রকাশ করেছে।

সাউথ চায়না মনিং পোস্টের রিপোর্টার লি উই জানিয়েছেন, এটা খুবই ভালো পঠনযোগ্য। আমার কাছে মনে হয়ে এটা কোনা মানুষই লিখেছে।

লি বলেন, আমি রোবট সাংবাদিকের কথা শুনে এসেছি। কিন্তু সেগুলো কেবল যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কিছু ক্ষেত্রে পরিচালিত হয়। রোবটের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে আমি এখনও প্রস্তুত না।