Search
Close this search box.
Search
Close this search box.

আধিপত্য বিস্তার নিয়ে গরুর হাটে গোলাগুলি, নিহত ২

eid uzhaআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে দুপক্ষের গোলাগুলিতে জাহাঙ্গীর ও কবির নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকাল ৫টার দিকে সন্দ্বীপের বাতেন মার্কেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। জাহাঙ্গীর পেশায় দিনমজুর আর কবির কিউট কোম্পানির সেলসম্যান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-৩) এ বি এম মাহফুজুর রহমান মিতার সঙ্গে পৌর মেয়র জাফর উল্লাহ টিটুর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বিকালে গরুর হাটে জাফর গ্রুপ ও বাতেন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুপক্ষের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে সন্দ্বীপ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত. ঘোষণা করেন। বাকি আহতরা সেথানে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গোলাগুলিতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

chardike-ad